3:32 pm - Monday July 23, 2018

গোপনে এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ! কিন্তু কে এই অভিনেত্রী?

টালিউড সিনেমার ব্যস্ততম নায়ক অঙ্কুশ নাকি প্রেম করছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘সাত পাঁকে বাধা’ সিরিয়ালের নায়িকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে তিনি প্রেম করছেন।

রবিবার টুইটারে একটি ছবি শেয়ার করেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তবে সেখানে প্রেমের কথা লেখা নেই, বলা হয়েছে ভাল বন্ধু। এই কথা বলে অঙ্কুশকে ট্যাগ করেছেন ঐন্দ্রিলাকে।

কে না জানে সেলেবরা অনেক সময় প্রেমকে আড়াল করেন বন্ধুত্ব বলে। বলিউড বেশ কয়েক ক্ষেত্রে দেখা গেছে বড় পর্দার নায়ক প্রেম করছেন ছোট পর্দার নায়িকার সঙ্গে।\

তবে সম্পর্কগুলো শেষ অবধি তিক্ততায় শেষ হয়েছে। এই যেমন বলিউড হিরো সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ছোট পর্দার অঙ্কিতা লোখান্ডের প্রেম। সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক ভেঙে গেছে।

তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম দারুণ মসৃণভাবে চলেছে। অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- কেল্লাফতে, ইডিয়ট, কানামাছি, খিলাড়ি, জামাই ৪২০ প্রমুখ।

এছাড়াও ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জোলিয়েট ও আশিকী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।


Filed in: বিনোদন