3:38 pm - Monday July 23, 2018

মাএ ৬ মাসের কিস্তিতে পাবেন হিরোর ১৫০ সিসি বাইক!

দেশের বাজারে হিরো মোটরসাইকেলের দাম কমালো এর পরিবশেক নিলয় মোর্টস লিমিটেড।এখন থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাঁচটি মডেলের মোটরসাইকেল হ্রাসকৃত মূল্যে কেনা যাবে। এছাড়াও কিস্তি সুবিধা নিয়েও হিরোর মোটরসাইকেল কেনার সুযোগ রয়েছে।

হিরো গ্লামার ডিস্কঃ-সেলফ সম্বলিত এই বাইকটির পূর্বের দাম ছিল ১ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এটি এখন মিলছে ১ লাখ ২৪ হাজার ৯৯০ টাকায়।

অন্যদিকে তারুণের ক্রেজ হিরো হাঙ্গ ডিস্কঃ-সেলফ স্টার্টার সমৃদ্ধ বাইকটি ১ লাখ ৬৯ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে

সেলফ স্টার্টার ও অ্যালয় রিমের বাইক হিরো স্প্লেন্ডর প্লাসঃ এখন বিক্রি হচ্ছে ১ লাখ ১ হাজার ৯৯০ টাকায়। এই বাইকটির পূর্বের মূল্য ছিল ১ লাখ ৮ হাজার ১০০ টাকা।

বাইক
অন্যদিকে স্মার্ট ফিচার সমৃদ্ধ বাইক হিরো আইস্মার্টঃ বাইকটির দাম ১ লাখ ২১ হাজার ১০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ১ লাখ ১৪ হাজার ৯৯০ টাকায়।

ছাড়াও সেলফ স্টার্ট সমৃদ্ধ এইচএফ ডিলাক্সঃ বাইকটি এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ৯৯০ টাকায়। এই বাইকটির পূর্বমূল্য ছিল ১ লাখ ৭ হাজার ১০০ টাকা।

সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে ছয় মাস ও ১২ মাসের কিস্তিতেও হিরোর মোটরসাইকেল কেনা যাবে।


Filed in: অর্থ ও বাণিজ্য