Breaking News
Home / Uncategorized / আত্মঘাতী বোমা বিস্ফোরণঃ গ্রেফতার ৩

আত্মঘাতী বোমা বিস্ফোরণঃ গ্রেফতার ৩

ইরানি গার্ডসের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ এতেই পুরো গাড়ি উড়ে গিয়েছে৷ প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যু হলেও আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷

আত্মঘাতী বোমা বিস্ফোরণকাণ্ডে সোমবার তিন জঙ্গিকে গ্রেফতার করা হল৷ ইরানের এলিট রেভলিউশনারি <em>গার্ডস</em>  জানায়, গত সপ্তাহের আত্মঘাতী বোমা বিস্ফোরণে সোমবার ৩ জঙ্গি ধরা পড়ে৷ অফিশিয়াল সংবাদ সংস্থায় জানানো হয়, ১৫০ কিলোগ্রাম বিস্ফোরক এবং ৬০০ কিলোগ্রাম বিস্ফোরক উপাদানসহ তাদের গ্রেফতার করা হয়েছে৷ এ খবর দিয়েছে<em> কলকাতা২৪</em>। হামলার পিছনে কারা জড়িত এখনও জানা যায়নি৷

প্রসঙ্গত, গত সপ্তাহেই জঙ্গি হামলায় দেশটির এলিট ফোর্স হিসেবে সুখ্যাতি অর্জন করা ইরানি রেভলিশউনারি গার্ডসের অনেকে নিহত হয়৷

সংবাদ সংস্থা এএফপি জানায়, অন্তত ২০ জন সেনার মৃত্যু হয় এই হামলায়৷ জখম হয় আরও অনেকে৷ এদিকে ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, হামলা হয়েছে দক্ষিণাঞ্চলে৷ বড়সড় ক্ষতি হয়৷ জারি করা হয় সতর্কতা৷

Check Also

আজ ১৯/২/২০১৯ তারিখ। দিনের শুরুতেই দেখে নিন টাকার রেট কত ?

এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে আছেন বাংলা নিউজ এ স্বাগতম!  জেনে নিন আজকে বাংলাদেশের …