Breaking News
Home / Uncategorized / এই কোরিয়ান পপস্টারের সঙ্গে ডেট করতে চান শাহরুখ কন্যা!

এই কোরিয়ান পপস্টারের সঙ্গে ডেট করতে চান শাহরুখ কন্যা!

শাহরুখ খানের মেয়ে সুহানা খান সামাজিক মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়। সুহানা কী করছে? কোথায় যাচ্ছে? কে তার বয়ফ্রেন্ড? এমন আরো অনেক বিষয় নিয়ে তার ভক্তদের যেন আগ্রহের শেষ নেই।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং সিজন’-এ সুহানার উদ্দেশ্যকে ছুড়ে দেওয়া হয় একটি প্রশ্ন। যার উত্তর জানতে উৎসুক ছিলেন তার সকল ভক্তগণ। সেখানে তার প্রশ্ন করা হয় যে, তিনি কোন অভিনেতার সাথে ডেটে যেতে চান?

এর উত্তরে এই অষ্টাদশী রমনী জানান যে, দক্ষিণ কোরিয়ান পপস্টার, গীতিকার ও মডেল-অভিনেতা কিম জুন মিয়নের সাথে ডেটে যেতে চান সুহানা। যিনি মঞ্চে সুহো নামে পরিচিত ৷

Check Also

আজ ১৯/২/২০১৯ তারিখ। দিনের শুরুতেই দেখে নিন টাকার রেট কত ?

এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে আছেন বাংলা নিউজ এ স্বাগতম!  জেনে নিন আজকে বাংলাদেশের …