অনিবার্য কারণবশত আগামী ১৩ ফেব্রুয়ারি (বুধবার)-এর এসএসসি পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। দেশের সাধারণ আটটি শিক্ষা বোর্ডের বুধবারের (বুধবার) এসএসসি পরীক্ষা আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার আট শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বুধবার এসএসসির ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পেছানোর কথা শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যশোর বোর্ডে মঙ্গলবারের আইসিটি পরীক্ষায় ক্যারিয়ার শিক্ষার একাংশ ভুলে প্রিন্ট হয়ে যায়। এ জন্য নতুন প্রশ্ন তৈরি করে ২ মার্চ পরীক্ষা হবে।