Breaking News
Home / Uncategorized / শমী কায়সারের ব্যাপারে এবার যা বললেন প্রধানমন্ত্রী

শমী কায়সারের ব্যাপারে এবার যা বললেন প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার একাদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের মনোনয়নের দৌড়ে ছিলেন। অনেকে ধরেই নিয়েছিল, এবার শমী কায়সার মনোনয়ন পাবেন।

শমী ফেনী থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। নির্বাচনের সময় তিনি প্রচুর কাজ করেছেন। আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন। তার মা পান্না কায়সারও নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ধারণা করা হয়েছিল, তিনি এবার মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাকে বাদ দিয়ে সুবর্ণা মুস্তাফাকে মনোনয়ন দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। আওয়ামী লীগের দু’একজন বিষয়টি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কানেও তুলেছেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘শমীর তো এখনও সময় আছে। ও তো কাজ করছে।’

এখান থেকে বোঝা যায় যে, প্রধানমন্ত্রী তার নিজস্ব বিবেচনাবোধ, মান অভিমান কিংবা অন্য কোন ব্যাপার না, শুধুমাত্র কৌশলগত কারণেই শমী কায়সার এবার মনোনয়ন পেলেন না।

Check Also

আজ ১৯/২/২০১৯ তারিখ। দিনের শুরুতেই দেখে নিন টাকার রেট কত ?

এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে আছেন বাংলা নিউজ এ স্বাগতম!  জেনে নিন আজকে বাংলাদেশের …